Header Ads

কিভাবে Android Text View তে Click করলে অন্য Activity Open হবে ?

প্রথমে আপনার Computer থেকে Android Studio Open করুন।

পরবর্তী ধাপ গুলো দেখে নিন এখানে

পূর্বের Blog এ নিচের চিত্রের মত কিছু Text View Create করেছিলাম। আজ দেখাব কিভাবে Text View তে Click করলে অন্য Activity Open হয়।


চিত্রটিতে যে Text View গুলো রয়েছে, এর ১ম Text View টি আমরা  ব্যবহার করব। বোঝার জন্য আমরা Text View টিতে একটি Background Colour দেব।


চিত্রটিতে দেখতে পাচ্ছেন আমি Text View তে একটি Background Colour দিয়ে দিয়েছি। কিভাবে দিয়েছি তা নিচের চিত্রটিতে দেখুন।


চিত্রটিতে দেখতে পাচ্ছেন Background Colour পরিবর্তন করার Code টি Mark করে দিয়েছি। এরপর দেখুন Text View একটি Id দেয়া আছে। Id ইচ্ছে হলে পরিবর্তন করে দিতে পারেন।


চিত্রটিতে দেখতে পাচ্ছেন @+id/ এর পর যে Text টি আছে সেটিই Id Name। এরপর আমরা অন্য একটি Activity Create করব। কিভাবে Activity Create তা নিচের চিত্রে দেখুন।


চিত্রটিতে দেখতে পাচ্ছেন Project Toolbar এ app নামক  Folder টিতে Right Button Click করে New→ Activity→Empty Activity তে Click করুন।  এরপর নিচের চিত্রে দেখুন।


চিত্রটিতে দেখতে পাচ্ছেন Activity Name এবং Layout Name দেওয়া আছে। ইচ্ছে হলে পরিবর্তন করে দিতে পারেন। এরপর Finish এ Click করুন।


চিত্রটিতে দেখতে পাচ্ছেন অন্য একটা Activity Create হয়ে গিয়েছে। এখন activity_main2.xml এ Click করে একটু সাজিয়ে নিলাম। 


চিত্রটিতে দেখতে পাচ্ছেন সাজিয়ে নেয়ার পর দেখতে কেমন দেখাচ্ছে। এরপর আমরা Main Activity এর সাথে Main1 Activity Link করব। Link করার জন্য আমরা MainActivity.java File টি Open করব।


চিত্রটিতে দেখতে পাচ্ছেন Link করার জন্য যে Code প্রয়োজন তা আমি Mark করে দিয়েছি। Code গুলো Type করে দেয়ার পর। Run (▶️) এ Click করুন। (Run করতে Problem হলে দেখে নিন এখানে)।


Run করার পর ওপরের চিত্রটির মত দেখা যাবে। এখানে Text View তে Click করলে নিচের চিত্রটির মত দেখা যাবে।

Ok  বন্ধুরা আজ এই পর্যন্ত। পরবর্তি Blog এ একটি পূর্নাঙ্গ App Develop করে দেখাব ইনশাহ আল্লাহ।আপনারা Try করুন।আসা করি পারবেন।কোন কিছু না বুঝলে Commend করবেন।আমার সব Blog দেখতে Click করুন। Thank You

No comments

Powered by Blogger.